কারাগারে আসামির সঙ্গে বাদীর বিয়ে

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
 | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৩, ২১:০৮

মৌলভীবাজার কারাগারে এবার এক অভিনব বিয়ে হয়েছে। আদালতের নির্দেশে নারী ও শিশু নির্যাতন মামলার হাজতির সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ।

বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুরে এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিয়ের বর কমলগঞ্জ উপজেলার সতীঝীরগাওয়ের ছমির আলীর ছেলে রায়হান হোসেন নারী ও শিশু নির্যাতন বিচারাধীন মামলায় কারাগারে আছেন। আর কনে ভুক্তভোগী কুলাউড়া উপজেলার লাবনী আক্তার।

এ সময় জেল সুপার, জেলা প্রশাসকের প্রতিনিধিসহ উভয় পক্ষের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিয়ের ব্যাপারে ভুক্তভোগী লাবনী আক্তার বলেন, আমাকে জোর করে কিডন্যাপ করে ধর্ষণ করে রায়হান। এ বিষয়ে থানায় মামলা হয়। মামলা পর দুই পরিবারের আলোচনার মাধ্যমে আমি এ বিয়েতে সম্মতি জানাই। মৌলভীবাজার জেলা কারাগারে আমাদের বিয়ে হয়েছে। এখন সবার কাছে একটাই চাওয়া যেন আমাদের দাম্পত্য জীবন সুখী হয়।

মৌলভীবাজারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, হাইকোর্টের নির্দেশে আসামি মো. রায়হানের সঙ্গে ভিকটিম লাবনী আক্তারের আনুষ্ঠানিক বিয়ে সম্পন্ন হয়েছে জেলা কারাগারে। এ সময় আসামির মা ও দুই চাচা এবং ভুক্তভোগীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ইসলামি শরীয়াহ মোতাবেক তাদের বিয়ে হয়েছে। বিয়েতে ৫ লক্ষ টাকা দেনমোহর ধার্য করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩১ অক্টোবর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :