আলফাডাঙ্গায় সংবাদ সম্মেলন করে দল ছাড়লেন বিএনপি নেতা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৩, ১৬:০৬| আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১৬:১০
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় দল ছাড়ার ঘোষণা দিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সৈয়দ মঈনুল হক কচি। শুক্রবার বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের শামসুদ্দিন মোল্যা মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে তিনি এই ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে কচি বলেন, ‘একসময় বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফরের সঙ্গে রাজনীতি করতাম। আলফাডাঙ্গা বিএনপির সহসভাপতি ছিলাম। শারীরিক অসুস্থতার কারনে অনেক দিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নই। তাই আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, আমি আর বিএনপির রাজনীতি করব না। ভবিষ্যতেও আর কখনো এই দলের রাজনীতির সঙ্গে নিজেকে জড়াবো না।’

পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে কচি বলেন, ‘এখনো পদত্যাগপত্র জমা দিইনি। আগে সংবাদ সম্মেলন করলাম। আজ-কালকের মধ্যে উপজেলা সভাপতি/সম্পাদক এবং জেলা কমিটির কাছে পদত্যাগপত্র জমা দেব।’

কচি আরও বলেন, তার বাবা মরহুম সৈয়দ হাবিবুল হক আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। তার পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আছেন। শুধু তিনিই বিএনপির রাজনীতি করতেন।

তৃণমূল বিএনপির এই নেতা জানান, তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। সেই মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফরের সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকার কারণে তিনি বিএনপির রাজনীতিতে যোগ দিয়েছিলেন বলে এ সময় দাবি করেন কচি।

তার আরও দাবি, কারও ভয়ভীতিতে তিনি বিএনপি ছাড়ছেন না। জানান, ঢাকায় তার গার্মেন্টসের ব্যবসা এবং এলাকায় ওষুধের ফার্মেসি রয়েছে। কচি বলেন, ‘ব্যবসার কারনে রাজনীতিতে সময় দিতে পারি না। তাই পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছি।’

(ঢাকা টাইমস/০৩নভেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইইউবিএটি’র প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ানের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনসিসি ব্যাংকের সমঝোতা স্মারক
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি 
অন্তর্বর্তী সরকারও শেখ হাসিনার মত নানাভাবে ন্যারেটিভ তৈরি করছে: রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা