দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৪:৩৫ | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৩, ১৪:২০

টানা সাত ম্যাচ জিতে উড়তে থাকা ভারত নিজেদের অষ্টম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আজকের ম্যাচে ভারতকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে প্রোটিয়াদের হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে চায় ভারত।

কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

এবারের বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল ভারত। সাত ম্যাচ খেলে এখন পর্যন্ত তারা পরাজয়ের মুখ দেখেনি। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

অন্যদিকে সাত ম্যাচে একটি পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে প্রোটিয়ারা। ভারত জিতলে তো কথাই নেই, তারা শীর্ষে থাকবে। অন্যদিকে প্রোটিয়ারা জিতলে পয়েন্ট সমান হলেও রান রেটে ভারতকে টপকে যাবে। সেই সঙ্গে দ্বিতীয় দল হিসেবে পৌঁছে যাবে সেমিফাইনালে।

ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ও ভারত ৯০ ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৫০টি ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। বাকি ৪৭টি ম্যাচ গেছে ভারতের দখলে। বাকি তিনটি ম্যাচের কোনো ফল পাওয়া যায়নি।

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ভারত। বড় ম্যাচের আগে এসে উইনিং কম্বিনেশন ভাঙ্গেনি তারা। কারণ আগের ম্যাচের উইকেট থেকে কলকাতার উইকেটে আহামরি কোনো পরিবর্তন নেই।

দক্ষিণ আফ্রিকার একাদশে এক পরিবর্তন এসেছে। একজন পেসার কমিয়ে বাড়তি স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বাদ পড়েছেন জেরাল্ড কোয়েটজে। তার পরিবর্তে একাদশে ফিরেছেন তাবরাইজ শামসি।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, ডেভিড মিলার, হাইনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ , লুঙ্গি এনগিদি ও তাবরাইজ শামসি।

(ঢাকাটাইমস/০৫নভেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :