ভৈরব পৌর বিএনপির সভাপতিসহ ৬ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহিনসহ ছয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দিবাগত রাতে সিলেট শহরের একটি বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদুল আলম।
তিনি বলেন, রবিবার দিবাগত রাতে সিলেট শহরের একটি বাসা থেকে ভৈরব পৌর বিএনপির সভাপতিসহ ছয়জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে দুপুরের দিকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মো. মুজিবুর রহমান, সহ-সভাপতি মো. জিল্লুর রহমান, উপজেলা যুবদল আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা সদস্য সচিব আল মামুন, পৌর যুবদলের সদস্য সচিব জোবায়ের আল মাহমুদ আফজাল।
ভৈরব উপজেলা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম জানান, রবিবার দিবাগত রাত ৩টায় সিলেটের সাবেক পৌর মেয়রের নিজ বাসা থেকে সাবেক পৌর মেয়রসহ পুলিশ ছয় নেতাকে গ্রেপ্তার করেছে। ভৈরব উপজেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
(ঢাকা টাইমস/০৫নভেম্বর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন