রাজধানীর ফুলবাড়িয়ায় যাত্রীবেশে বাসে আগুন দিতে গিয়ে ধরা ‘ছাত্রদল নেতা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৩, ০০:৫১
ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার জাফর হোসেন সাংবাদিকদের ব্রিফ করেন

রাজধানীর বংশাল থানার ফুলবাড়িয়ায় বাসে আগুন দেওয়ার সময় একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত জামাল হোসেন (২৯) ঢাকা কলেজ ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি বলে জানিয়েছে পুলিশ। তিনি ওই কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী।

রবিবার রাত ৯টার দিকে ফুলবাড়িয়া বাস টার্মিনালের সামনে যাত্রী সেজে তানজিল পরিবহনে আগুন দিচ্ছিলেন জামাল। পরে বাস শ্রমিকদের সহযোগিতায় তাকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে আটার প্যাকেটের পেট্রোলবোমা, গান পাউডার ও তুলা উদ্ধার করা হয়।

রবিবার রাত ১১ টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাফর হোসেন। তিনি বলেন, ‘রাত ৯ টার দিকে ফুলবাড়িয়া এলাকায় তানজিল পরিবহণে যাত্রীর ছদ্মবেশে গাড়িতে আগুন দেয়ার চেষ্টা করে। পরে বাস শ্রমিকদের সহযোগিতায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে গান পাউডার ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।'

গ্রেপ্তার জামালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, 'জাফর বাবুবাজার এলাকা থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কবির হোসেনের সহায়তায় পেট্রোল ও গান পাউডার সংগ্রহ করে। সেগুলো নিয়ে বাবুবাজার থেকে তানজীল পরিবহনে যাত্রী ছদ্মবেশে ওঠে। পরবর্তীতে আগুন দেওয়ার সময়ে হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেফতার করে। '

গান পাউডার সংগ্রহের উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করতেছি। আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ এটা কোথায় কিভাবে প্রসেসিং করা হয়েছে সে বিষয় খোঁজ নেওয়া হচ্ছে।

এছাড়া এদিন রাজধানীর রায়ের বাজার, বিমান বন্দর সড়ক, নীলক্ষেত মোড়ে বিভিন্ন যানবহনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/এলএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

বন্যহাতির পায়ে পিষ্টে মৃত বাংলাদেশিদের ক্ষতিপূরণের দাবি

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে দুই ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি, সড়কে ভোগান্তি

রাজধানীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপি কমিশনারের বিশেষ উদ্যোগ

পরশুরাম সমিতি ঢাকার উদ্যোগে আলাউদ্দিন নাসিমকে সংবর্ধনা

উত্তরায় বিআরটি প্রকল্পের প্রকৌশলীকে পিটিয়ে হত্যা: বাসের হেলপার গ্রেপ্তার 

পুরোনো রূপে ফিরছে লালকুঠি

এই বিভাগের সব খবর

শিরোনাম :