আলফাডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় পল্লী পশু চিকিৎসকের মৃত্যু

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৩, ১৭:৫৭| আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৮:২০
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় চলন্ত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সোহেল রানা ইমদাদ (৪০) নামে এক পল্লী পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে।

সোমবার বেলা ৩টার দিকে উপজেলার বুড়াইচ মুসা মিয়ার ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা একই উপজেলার কঠুরাকান্দী গ্রামের মৃত ওলিয়ার শেখের ছেলে। সোহেল রানা ইমদাদ পেশায় একজন পল্লী পশু চিকিৎসক। এছাড়াও তিনি উপজেলা ভেটেরিনারি হাসপাতালে টিকাদান কর্মী হিসেবেও কাজ করতেন।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল রানা ইমদাদ আলফাডাঙ্গা সদর বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে গেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পার্শ্ববর্তী একটি খেজুর গাছের সাথে ধাক্কা লাগে। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক ইউনুচ আলী বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোহেল রানা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি 
অন্তর্বর্তী সরকারও শেখ হাসিনার মত নানাভাবে ন্যারেটিভ তৈরি করছে: রিজভী 
হবিগঞ্জের সীমান্তে বিজিবির সতর্ক পাহারা, ২ স্তরের নিরাপত্তা বলয়
চট্টগ্রামে বিএনপির সমাবেশে যোগ দিচ্ছেন তামিম ইকবাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা