বরিশালের কাশিপুরে ব্রিজ ভেঙে ৩০০ পরিবারের দুর্ভোগ

এস এন পলাশ, বরিশাল
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৩, ১৮:০৬
অ- অ+

বরিশাল সদর উপজেলার ২নং কাশিপুর ইউনিয়নের সাড়সি গ্রামে একটি ব্রিজ ভেঙে যাওয়ায় প্রায় তিনশ পরিবার ভোগান্তিতে পড়েছে। দীর্ঘদিন এই সেতুটি নড়বড়ে অবস্থায় থাকলেও কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় দুই দিন আগে ব্রিজটি ভেঙে গেছে। এখন চরম দুর্ভোগে পড়েছেন গ্রামবাসী।

সাড়সি গ্রামের বাসিন্দা, সাকিব রিয়াদ বলেন, বহু বছর আগে নির্মিত এই ব্রিজটি চলাচলের অনুপযোগী হলেও কোনো ধরনের ব্যবস্থা নেয়নি জনপ্রতিনিধিরা।

একই গ্রামের বাসিন্দা রহমান বলেন, এর আগে কয়েকবার আমরা ইউনিয়ন চেয়ারম্যান লিটন মোল্লাকে অবহিত করলেও কোনো ধরনের ব্যবস্থা নেয়নি তিনি। এ কারণে সাড়সি গ্রামের প্রায় তিনশো পরিবার এখন বন্দিদশায়। তাই তাদের দাবি যত দ্রুত সম্ভব এই ব্রিজটি চলাচলের উপযোগী করলে গ্রামবাসীর কষ্ট দূর হবে।

সাড়সি গ্রামের আরেক বাসিন্দা নুরআলম বলেন, বর্তমান চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লা এর আগেও এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। আমরা গ্রামবাসী তকে একাধিকবার ব্রিজটির বিষয়ে জানলেও কোনো ধরনের পদক্ষেপ নেননি তিনি। তাই এখন গ্রামবাসীর ভোগান্তি।

তিনি আরও বলেন গতকাল থেকে তাকে অনেকবার কল করলেও রিসিভ করেননি তিনি।

কাশিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রাসেল মল্লিক বলেন, প্রায় ২০ বছর আগে নির্মিত এই ব্রিজটি এর আগেও কয়েকবার আমি আমার নিজ খরচে মেরামত করি। তবে এখন তো সম্পূর্ণ ভেঙেই গিয়েছে। বিষয়টি গতকাল আমাদের সংসদ সদস্য ও ইউনিয়ন চেয়ারম্যানকে জানালেও এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেয়নি তারা। তিনি আরও বলেন, আমি তো একজন মেম্বার তাই জনগণের কাছাকাছি থাকতে হয় এবং তাদের সুখ দুঃখের অংশীদার হওয়ার চেষ্টা করি। তবে আমার পক্ষে তো ব্রিজ সংস্কার করা সম্ভব নয়। তাই আমার ঊর্ধ্বতনদের জানিয়েছি।

এ বিষয়ে কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লাকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি তিনি।

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা