বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন থামাতে চায়: বাহাউদ্দিন নাছিম

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৩, ২২:৪৬
অ- অ+

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দেশে আবারো আগুন সন্ত্রাস শুরু হয়েছে। দেশের যেকোনো প্রান্তে বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস, নাশকতা করার চেষ্টা করলে আওয়ামী লীগ যেকোনো মূল্যে প্রতিহত করবে। যারা দেশের উন্নয়ন সমৃদ্ধির পথকে বাধাগ্রস্ত করবে তাদের দেশে রাজনীতি করার সুযোগ দেবে না আওয়ামী লীগ।

মঙ্গলবার সন্ধ্যায় যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব মন্তব্য করেন। বিএনপির আগুন সন্ত্রাস, পুলিশ হত্যা এবং সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যশোর জেলা আওয়ামী লীগ।

বাহাউদ্দিন নাছিম বলেন, নির্বাচন চলে এসেছে। জামায়াত বিএনপি স্বাধীনতারবিরোধী শক্তিরা জাগ্রত হয়েছে। তারা দেশের উন্নয়ন থামাতে চায়। তাই তারা আগুন সন্ত্রাসে নেমে পড়েছে।

তিনি বলেন, আর ঘরে বসে থাকার সময় নেই। আমরাও ঘর থেকে নেমে পড়েছি। আমরা ঘরে থাকব না। সুষ্ঠু নির্বাচন শেষ করেই আমরা ঘরে ফিরব।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, জামায়াত-বিএনপি যে হাত দিয়ে গাড়ি পোড়াবে, তাদের সেই হাতটা পুড়িয়ে দিতে হবে। পাড়া মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে।

যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপুর সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সদস্য নির্মল কুমার চ্যাটার্জী।

বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, যশোর পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর আলমগীর কবির সুমন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী।

(ঢাকাটাইমস/০৭ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২
আ.লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত: যমুনা ছেড়ে মঞ্চের সামনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা
সাভারে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত
বনশ্রীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা