বিশ্বকাপে ডাক পেয়ে যা বললেন এনামুল হক বিজয়

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৩, ১৪:৪০

আঙুলের ইনজুরির কারণে চলমান বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। মঙ্গলবার সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরেছেন। সাকিব ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে নতুন করে বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়।

বুধবার (৮ নভেম্বর) দলে ডাক পেয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

ফেসবুকে অফিসিয়াল অ্যাকাউন্টে বিজয় লেখেন, ‘বিশ্বকাপে একটি ম্যাচ দেখাও আমার জন্য স্বপ্নপূরণের। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত। আমার জন্য দোয়া করবেন।’

এর আগে ভারতের উদ্দেশে রওনা হওয়ার আগে বিমানবন্দরে বিজয় সাংবাদিকদের বলেন, ‘বিশ্বকাপের মতো আসরে যাওয়া ভাগ্যের বিষয়। শেষ ম্যাচে হলেও বিশ্বকাপে যাচ্ছি এটাই বড় আমার জন্য। আমি চাই যতটুকুই হোক দলে অবদান রাখতে। একটা ক্যাচ ধরে হোক বা ব্যাটিংয়ে সুযোগ পেলে; দলকে জেতাতে চাই।’

দুঃসময়ে যে সব সমর্থকরা বিজয়কে সমর্থন দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই ওপেনার। তিনি বলেন, ‘কালকে সন্ধ্যায় টিকিট পাওয়ার পর নিশ্চিত হলো যে যাচ্ছি (বিশ্বকাপ খেলতে)। আল্লাহর ইচ্ছে ছিল তাই যেতে পারছি। সমর্থকদের অনেক ধন্যবাদ। সবসময় আমাকে সাপোর্ট করছে। তাদের এই দোয়াটা যেন আমি কাজে রূপান্তরিত করতে পারি। নিজেকে যতটুকু প্রস্তুত করেছি চেষ্টা করবো মাঠে সেটা প্রয়োগ করার জন্য।’

শ্রীলঙ্কার বিপক্ষে ৮২ রানের ইনিংস খেলার পথে বাম হাতের তর্জনিতে চোট পান সাকিব। পরে এক্স-রে করে দেখা যায় সেখানে চিড় ধরেছে। ফলে শেষ ম্যাচটি খেলতে পারবেন না তিনি।

সাকিব ছিটকে যাওয়ার পরই বিজয়কে বদলি হিসেবে নেওয়ার জন্য আইসিসির কাছে আবেদন করেছিল বিসিবি। তবে অনুমতি পেতে অপেক্ষায় থাকতে হয়েছে বিসিবিকে। পরে এক বিজ্ঞপ্তিতে সাকিবের বদলি হিসেবে বিজয়কে অনুমোদন দেওয়ার কথা নিশ্চিত করে আইসিসি। ফলে ডানহাতি ব্যাটার বিজয় শিগগিরই বাংলাদেশের বিশ্বকাপ দলে যোগ দেবেন।

এভাবে এশিয়া কাপ চলাকালেও অনেকটা হঠাৎ করেই বিজয়কে বাংলাদেশ দলে ডেকে নেওয়া হয়। লিটন দাস সুস্থ না হওয়ায় তার বদলি নেওয়া হয় এই ওপেনিং ব্যাটারকে। পরে এশিয়া কাপে এক ম্যাচে সুযোগ পেলেও ব্যাটে রান পাননি বিজয়। পরবর্তীতে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেও তাকে দলে নেওয়া হয়নি। এবারও হুট করেই বিজয়কে বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে। বাংলাদেশের হয়ে ৪৫টি ওয়ানডেতে খেলার অভিজ্ঞতা আছে এই ব্যাটারের।

(ঢাকা টাইমস/০৮নভেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :