ভোমরা সীমান্তে ১০ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৩, ১৭:০৫
অ- অ+

সাতক্ষীরায় ১০টি স্বর্ণের বারসহ আশরাফুল ইসলাম নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে ভোমরা সীমান্তের ভোমরা বিওপি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আশরাফুল ইসলাম সদর থানার চৌবাড়িয়া গ্রামের নূর হামজার ছেলে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভোমরা বিওপি এলাকা দিয়ে বাইসাইকেলে যাওয়ার সময় আশরাফুল ইসলামকে আটক করে বিজিবি সদস্যরা। পরে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে কোমরের ডান পাশ থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪১০ গ্রাম। যার মূল্য এক কোটি ২৪ লাখ ৩৬ হাজার ২শ টাকা।

(ঢাকা টাইমস/০৯নভেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘ঝংকার’, জানুন কতদিন সক্রিয় থাকবে
আজ আবারও শাহবাগ ব্লকেড
শুভ বুদ্ধপূর্ণিমা আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা