রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিভিল এভিয়েশনের গাড়িচালক নিহত

রাজধানীর বিমানবন্দর থানাধীন কাওলা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. আরমান আলী (২৬) নামে সিভিল এভিয়েশনের এক গাড়িচালক নিহত হয়েছেন।
পুলিশ বলছে, সোমবার রাত ৮টার দিকে আরমানকে ছুরিকাহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে রাত ৮টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আরমান গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ধনারপাড় গ্রামের নুরুল ইসলামের ছেলে।
নিহতের সহকর্মী জাহিদুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, আরমান সিভিল এভিয়েশনের মেস কোয়ার্টারে থাকত। সোমবার সন্ধ্যায় কর্মস্থল থেকে ওই মেসে যাচ্ছিলেন আরমান। পথে কাওলা রেললাইনের পাশে কয়েকজন ছিনতাইকারী পথরোধ করে তার মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা আরমানের পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় আরমান নিজেই স্থানীয় ‘আর রাহা’হাসপাতালে যান।
জাহিদুল বলেন, ‘আমরা খবর পেয়ে ওই হাসপাতাল থেকে আরমানকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেই। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক আরমানকে মৃত বলে জানান। এক ভাই ও এক বোনের মধ্যে আরমান ছোট। সে ২০২২ সালে চাকরিতে যোগদান করেছিল।’
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঢাকা টাইমসকে বলেন, আরমানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
(ঢাকাটাইমস/১৩নভেম্বর/আরআর/ইএস)

মন্তব্য করুন