সারাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত ভোলায়, ২৪৯ মিলিমিটার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৩, ২১:২৩
অ- অ+

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে শুক্রবার সকাল থেকে ঢাকাসহ সারাদেশে কমবেশি বৃষ্টি হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ভোলায়। দ্বীপ জেলাটিতে ২৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ ঢাকা টাইমসকে বলেন, ২৪ ঘণ্টায় ২৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে ভোলায়। এর পরেই বরিশালে বৃষ্টি হয় ২২১ মিলিমিটার। চাঁদপুরে বৃষ্টি হয়েছে ২৩২ মিলিমিটার। খেপুপাড়ায় ১৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। হাতিয়ায় ১১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আর শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানী ঢাকায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে ভোলায় মিধিলির প্রভাবে সৃষ্ট ঝড়ের তাণ্ডবে দুই শতাধিক কাঁচাঘর সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়েছে। এছাড়াও ৩টি মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’ বাংলাদেশের উপকূলীয় অঞ্চল অতিক্রম করে চলে গেছে। তবে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়টি। এছাড়া ঘূর্ণিঝড়ের শঙ্কা কমে যাওয়ায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে বিপৎসংকেত ৭ থেকে কমিয়ে ৩ নাম্বার বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মিধিলি উপকূল অতিক্রম করেছে। তবে এর কিছুটা প্রভাব রয়ে গেছে। যা নিম্নচাপ আকারে আছে। ফলে বৃষ্টিপাত হচ্ছে। এ বৃষ্টি ধীরে ধীরে শনিবার নাগাদ কমে যাবে। (ঢাকাটাইমস/১৭নভেম্বর/টিএ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে রাতভর অবস্থানের পর সকালেও বিক্ষোভ
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা