সালথায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

ফরিদপুরের সালথায় অষ্টম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামে অভিযান চালিয়ে এ বিয়ে বন্ধ করা হয়। সেই সঙ্গে বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে জরিমানা করা হয়েছে।
জানা যায়, শুক্রবার দুপুরে অষ্টম শ্রেণির ওই ছাত্রীর বাড়িতে বাল্যবিয়ের আয়োজন তার পরিবার। খবর পেয়ে সেখানে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদত হোসেন ও সালথা থানার ওসি মো. শেখ সাদিক। তারা সেখানে উপস্থিত হয়ে প্রথমে বিয়ে বন্ধ করেন। পরে বাল্যবিয়ের আয়োজন করার কনের বাবাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার জরিমানা করেন। পাশাপাশি মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলেও তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. শাহাদত হোসেন বলেন, ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করে তার পরিবার। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে বাল্যবিয়েটি বন্ধ করা হয়। পাশাপাশি বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় মেয়ের পিতার কাছ থেকে পরবর্তীতে বাল্যবিবাহ কার্যক্রমে জড়িত হবেন না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়েছে। বাল্যবিয়ে রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকাটাইমস/১৭ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন