ফেনীর লালপোলে মালবাহী কাভার্ডভ্যানে আগুন

ফেনী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৩, ১৪:০৯
অ- অ+

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় একটি মালবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ ও পেছনে থাকা মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবার মধ্যরাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপোলের লাতু মিয়া সড়কের মাথায় এ ঘটনা ঘটে।

এদিকে মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীদের মহড়া দিতে দেখা গেছে। অন্যদিকে বিএনপি ও অঙ্গসংগঠন হরতালে ফেনী-নোয়াখালী সড়কে পিকেটিং করার খবর পাওয়া গেছে।

ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ২টার দিকে আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে কার্টুন ভর্তি মালামাল নিয়ে ছেড়ে এসেছিল। এটি ‘ডায়মন্ড কার্গো সার্ভিস’ নামের একটি প্রতিষ্ঠানের পরিবহন।

পুলিশ ধারণা করছে ৪৮ ঘণ্টার হরতালকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের লোকজন এ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটাতে পারে।

জেলা বিএনপির সদস্য সচিব আগুনের ঘটনা অস্বীকার করে বলেন, শাসক দলের নেতা-কর্মীরা ট্রাকে আগুন দিয়ে এখন দায় চাপাচ্ছেন আমাদের উপর।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরীসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভয়াবহ ধস নেমেছে ভারতের পর্যটন শিল্পে
সখীপুরে ইয়াবাসহ নারী কারবারি গ্রেপ্তার
এক ঝাঁক অভিনেত্রীর সঙ্গে মোশাররফ করিমের ‘বোহেমিয়ান ঘোড়া’
আজাদ জম্মু-কাশ্মীরের বাসিন্দারা ঘরে ফিরেছেন, ‘ভারতের উপর বিশ্বাস নেই', তাই বাঙ্কার রেখেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা