আ.লীগ কার্যালয়ে যে কারণে ঢুকতে পারেননি ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৩, ২১:৩৫

দাপ্তরিক কাজে একাধিকবার চেষ্টা করেও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে পারেননি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার সকালে এ ঘটনা ঘটেছে। এ দিন সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রচার-প্রকাশনা উপকমিটির সভায় এ কথা জানিয়েছেন তিনি নিজেই। তবে কার্যালয়ে ঢুকতে না পারার কারণও খোলাসা করেছেন কাদের।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় হাসতে হাসতে ওবায়দুল কাদের বলেন, ‘আজকে আমার রাজনৈতিক জীবনে অন্যরকম একটা ঘটনা ঘটে গেছে। বার বার চেষ্টা করেও আজ আমার পার্টি অফিসে আমি ঢুকতে পারিনি। পরবর্তীতে ব্যর্থ হয়ে সেখান থেকে আমাকে ফিরে আসতে হয়েছে।’

কাদের বলেন, ‘কতোবার কতো দিক দিয়ে চেষ্টা করলাম, আমি পারিনি প্রবেশ করতে। পরে ধানমন্ডি কার্যালয় এসে অফিশিয়াল কাজকর্ম করলাম।’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন কিনতে আসা নেতাকর্মীদের ভিড়ের কারণে এমনটা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে, সেই নির্বাচনের ব্যাপারে বাংলাদেশের মানুষ কীভাবে জাগরণের ঢেউ তুলেছে রাজধানী ঢাকায় আমরা তার প্রকাশ দেখতে পাচ্ছি। নমিনেশন কিনতে এসে জনসাগরের বিক্ষুব্ধ বিস্ফোরণ হচ্ছে। নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ কত প্রবল, নির্বাচন নিয়ে তারা কতটা স্বতঃস্ফূর্ত, এটা আর বলার অপেক্ষা রাখে না।’

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে জিপিও হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যান ওবায়দুল কাদের। পরে তিনি তিন বার কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন, তবে ভেতরে যেতে পারেননি।

তারা জানান, সকাল থেকেই আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের উপচেপড়া ভিড় ছিল। এ কারণে মূল রাস্তা থেকে কার্যালয়ের রাস্তায় গাড়ি নিয়ে প্রবেশ করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। একপর্যায়ে গাড়ি থেকে নেমে হেঁটে কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন ওবায়দুল কাদের। তবে ব্যর্থ হয়ে ফিরে আসেন। ১০ মিনিট পর তিনি আবার একইভাবে কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে আসেন। সবশেষ ১২টার দিকে তিনি আবার কার্যালয়ের সামনে আসেন। এসময় ভিড় এতোই বেশি ছিল যে, আগের দুই বারের মতো গাড়ি থেকে নামার চেষ্টা না করেই ফিরে যান তিনি।

এ বিষয়ে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বলেন, ‘দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন ফরম বিতরণ পরিদর্শনে এসেছিলেন, তবে কার্যালয়ে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি দলীয় সভাপতির কার্যালয়ে ফিরে গেছেন।’

এর আগে শনিবার দুপুরে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা) থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এলএম/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

১৯ শর্তে নয়াপল্টনে সমাবেশের অনুমতি পেল বিএনপি, কী সেগুলো?

মেডিকেল বোর্ডে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন খালেদা জিয়া 

বিশিষ্ট রাজনীতিক ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেহউদ্দিনের ৪১তম মৃত্যুবার্ষিকী ২৪ মে

নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

স্বাধীনতার পর আ. লীগ দেশে বিভাজন সৃষ্টি করেছে: সালাম

১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও জনগণ এখনো পরাধীন: গয়েশ্বর

ভারতের কারণেই বাংলাদেশের গণতন্ত্র হত্যা হয়েছে: মান্না

ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ  

মা দিবস উপলক্ষে খালেদা জিয়ার ছবি সম্বলিত পোস্টার লাগালেন রিজভী

বিএনপি নেতাদের সঙ্গে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক 

এই বিভাগের সব খবর

শিরোনাম :