স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন জার্মান প্রবাসী যুবক

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ মে ২০২৪, ২১:১৯

পরিবারকে খুশি করতে এবং নিজেদের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরেছেন কুমিল্লার তিতাস উপজেলার জার্মান প্রবাসী যুবক ফয়সাল।

বৃহস্পতিবার সকালে জার্মান থেকে বিমানে করে হযরত শাহজালাল বিমানবন্দরে নামলেন ফয়সাল আহমেদ।

পরের গল্পটি আরও মধুর। অনেকটা সিনেমার মতো। গ্রামের চারপাশে ফসলি মাঠ। সবুজ সমারোহের মাঝখানে তৈরি হেলিপ্যাড। এমন দৃশ্য কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের কানাই নগর গ্রামে। আকাশে ভেসে বেড়ায় হেলিকপ্টারের শব্দ। উৎসুক নারী পুরুষ শিশুরা তাকিয়ে আকাশের দিকে। দুপুর ১টার দিকে হেলিকপ্টারে চড়ে উপজেলার কানাই নগর গ্রামের পশ্চিম পাড়ার এক ফসলি জমির মাঠে নামেন প্রবাসী ফয়সাল আহমেদ।

এসময় প্রবাসী ফয়সালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিবারের সদস্য গ্রামবাসী।

ফয়সাল আহমেদ ওই গ্রামের মো. রিপন আহমেদ বক্তারের ছেলে।

স্থানীয়রা জানান, প্রায় বছর আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে জার্মান পাড়ি জমান ফয়সাল আহমেদ। এর আগে কয়েকবার বাড়িতেও এসেছেন তিনি। কিন্তু নিজের স্বপ্ন ছিল একদিন হেলিকপ্টারে চড়ে গ্রামে ফিরবেন। সেই শখ পূরণে এবার তিনি এলেন হেলিকপ্টার চড়ে।

সময় তাকে দেখতে শতশত মানুষ ভিড় করেন। জার্মান প্রবাসী ফয়সালকে দেখতে আসা মো. নূরল ইসলাম বলেন, ফয়সাল খুব ভালো ছেলে। গ্রামের কারও বিপদ আপদে তার শরণাপন্ন হলে সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করেন।

প্রবাসী ফয়সাল আহমেদ বলেন, আমি দীর্ঘদিন জার্মান আছি। সেখানে ব্যবসা বাণিজ্য করছি। আমার মা-বাবাকে খুশি করতে নিজের শখ মেটাতে এবং গ্রামের মানুষ আমার শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে দিতে আমি ব্যতিক্রমভাবে বাড়ি ফিরি। নিজের শখ পূরণের পাশাপাশি আমি আমার সাধ্য মোতাবেক ধর্মীয় প্রতিষ্ঠান এলাকার মানুষের পাশে থাকি। সার্বিক সহযোগিতা করি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন।

(ঢাকাটাইমস/০৯মে/প্রতিনিধি/পিএস

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

বৈরী আবহাওয়ায় বিলাইছড়ির ৫টি দুর্গম কেন্দ্রে পৌঁছায়নি নির্বাচনি সরঞ্জাম 

ভৈরবে র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: ক্যাম্প কমান্ডার ফাহিম ফয়সালকে প্রত্যাহার 

ঈশ্বরদীতে ফেনসিডিলসহ রেল নিরাপত্তা বাহিনীর সদস্য আটক

মোটরসাইকেলে করে ছিনতাই করতো তারা

পাবনা-৪ আসনের এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নগরকান্দার বীর নিবাস: নির্মাণ শেষের আগেই ছাদ চুঁইয়ে পড়ছে পানি

বিদ্যুৎ না থাকায় গরমে ২২ শিক্ষার্থী অসুস্থ

দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩ নারীসহ ২১ দালাল আটক

নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ: পাঁচবিবিতে দুই বিএনপি নেতাকে অব্যাহতি

ঝিনাইদহে রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :