প্রেসিডেন্ট রাইসিসহ ৯ জনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর শোক প্রকাশ

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানসহ ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের কাছে লেখা এক শোক বার্তায় তিনি বলেন, প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান ও তার সফরসঙ্গীদের এই মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও দুঃখিত। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে ইরান সরকার ও ইরানি ভাইদের প্রতি গভীর শোক প্রকাশ করছি।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট রাইসি একজন বিচক্ষণ ও ত্যাগী নেতা ছিলেন, যিনি ইরানি জনগণের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। শুধু তাই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তিনি একজন মহান নেতা ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরানি প্রেসিডেন্টসহ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
(ঢাকাটাইমস/২০মে/ইএস)

মন্তব্য করুন