প্রেসিডেন্ট রাইসিসহ ৯ জনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৪, ১৫:১৬| আপডেট : ২০ মে ২০২৪, ১৬:০৬
অ- অ+

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানসহ ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের কাছে লেখা এক শোক বার্তায় তিনি বলেন, প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান ও তার সফরসঙ্গীদের এই মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও দুঃখিত। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে ইরান সরকার ও ইরানি ভাইদের প্রতি গভীর শোক প্রকাশ করছি।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট রাইসি একজন বিচক্ষণ ও ত্যাগী নেতা ছিলেন, যিনি ইরানি জনগণের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। শুধু তাই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তিনি একজন মহান নেতা ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইরানি প্রেসিডেন্টসহ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

(ঢাকাটাইমস/২০মে/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাত বিশিষ্ট ব্যক্তির স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা
আজ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে সারা দেশ, কেন এ ‘ব্ল্যাক আউট’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে প্রশ্নে যা বললেন মুখপাত্র
গণহত্যা দিবসে জাতীয় পর্যায়ে পালন হবে যেসব কর্মসূচি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা