যশোরে ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত 

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২৪, ১৩:২৪| আপডেট : ২০ মে ২০২৪, ১৪:০২
অ- অ+

যশোর সদর উপজেলায় ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিছার আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রূপদিয়া বাজার নরেন্দ্রপুর রোডে রেললাইনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিছার আলী উপজেলার নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ইটবোঝাই ট্রাক রূপদিয়া নরেন্দ্রপুর রোডের রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানে জোরে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক নিছার আলী মাটিতে লুটিয়ে পড়লে তাকে ঘেঁষে অন্তত ১৫ থেকে ২০ ফুট দূরে নিয়ে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় স্থানীয় জনতা গাড়িটিকে আটক করলেও গাড়ির মালিক প্রভাবশালী হওয়ায় কেউ কোনো প্রতিবাদ করতে পারেনি।

স্থানীয় নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পে যোগাযোগ করা হলে পুলিশ জানায়, তারা চৌগাছায় নির্বাচনি ডিউটিতে আছেন। হাইওয়ে পুলিশ অথবা যশোর কোতোয়ালি থানায় যোগাযোগ করার অনুরোধ জানান। এ সময় গাড়ির চালক মাসুম গাড়িটি রেখে দ্রুত পালিয়ে যান।

এ ব্যাপারে গাড়ির মালিক রায়হান হোসেনের সাথে কথা বললে তিনি জানান, নিহত নিছার আলী আমার গ্রামের লোক, তার পরিবারের সাথে একটা সমঝোতা হয়েছে।

(ঢাকা টাইমস/২০মে/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিকাগোতে চলন্ত গাড়ি থেকে জনতার ওপর গুলি, নিহত ৪
২০১৪ ও ১৮ সালে সুষ্ঠু ভোট হলে ক্ষমতা হারাত আ.লীগ: অপ্রকাশিত গোয়েন্দা প্রতিবেদন
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
গ্রিন রোডে এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, চাপাতিসহ পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা