৩ পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ মে ২০২৪, ১৫:৫৫

টানা চার ম্যাচে হেরে ইতোমধ্যেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ নারী দল। শক্তিমত্তায় ভারত বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থাকলেও এমন একপেষে লড়াইয়ের আশঙ্কা কেউই করেনি। অথচ ঘরের মাঠের সিরিজে ভারতের বিপক্ষে ন্যুনতম লড়াইটুকুও করতে পারছে না। একে একে টানা চার ম্যাচ হেরে এখন হোয়াইটওয়াশের লজ্জার সামনে নিগার সুলতানারা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার (৯ মে) পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে এখন পর্যন্ত ৪-০ পিছিয়ে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে হলে আজ টাইগ্রেসদের জয়ের বিকল্প নেই।

এই সিরিজে আগের চার ম্যাচের কোনটিতেই ১২০ রানও করতে পারেনি বাংলাদেশ। অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকেই বাংলাদেশের টপ ও মিডল অর্ডার ভয়ঙ্করভাবে ব্যর্থ। অধিনায়ক নিগার সুলতানা বলতে গেলে একাই দলের ব্যাটিং টানছেন। সিরিজের প্রথম ম্যাচে অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। এছাড়া তৃতীয় ম্যাচেও খেলেছেন ২৮ রানের ইনিংস।

গত ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। একাদশে জায়গা হারিয়েছেন মুর্শিদা খাতুন, মারুফা আক্তার ও হাবিবা ইসলাম। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন সোবহানা মোস্তারি, সুলতানা খাতুন ও ফারিহা তৃষ্ণা। অন্যদিকে অপরিবর্তিত দল নিয়ে নামছে ভারত।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার দোলা, রাবেয়া, স্বর্ণা আক্তার, রুবিয়া হায়দার ঝিলিক, সুলতানা খাতুন, রিতু মনি, সোবহানা মোস্তারি, সুলতানা খাতুন ও ফারিহা তৃষ্ণা।

ভারত একাদশ: হারমানপ্রীত কর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, হেমলতা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, সাজানা সজীবন, রিকা ঘোষ, পূজা ভাস্ত্রকার, তিতাস সাধু, আশা সোবহানা, রাধা যাদব।

(ঢাকাটাইমস/০৯মে/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :