যে কারণে ছদ্মবেশে মাঠে নেমেছে র্যাব

বিভিন্ন ছদ্মবেশে মাঠে গোয়েন্দা নজরদারি চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারাদেশে তাদের এই কার্যক্রম চলমান রয়েছে। বিশেষ করে রেলস্টেশন, বাসস্ট্যান্ডে নাশকতা ঠেকাতে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি চালাচ্ছেন। এছাড়া পণ্যবাহী পরিবহনে এসকর্ট দিয়ে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করছে র্যাব।
এদিকে বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। এতে বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ঢাকা টাইমসকে জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র্যাবের ১৪৫টি টহল দল মাঠে রয়েছে। তাছাড়া সারাদেশে তিন শতাধিক টইল দল মোতায়েন রয়েছে।
র্যাব সদরদপ্তর জানিয়েছে, যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছেন। বিশেষ করে যাত্রী ও পণ্য পরিবহনের নিরাপত্তায় দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র্যাব টহলের মাধ্যমে এসকর্ট দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হচ্ছে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারা দেশে ২৩১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
(ঢাকাটাইমস/২০নভেম্বর/এসএস/এফএ)

মন্তব্য করুন