মহানগর দায়রা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণ

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার বিকাল ৪টায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি ছিল। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে জামিন শুনানির জন্য ২২ নভেম্বর তারিখ ধার্য করেন আদালত। এরপরই ককটেল বিস্ফোরণ ঘটে।
ঘটনাস্থলের পাশে থাকা প্রত্যক্ষদর্শী শিবাস দাশ জানান, হঠাৎ বিকট শব্দে আদালতের হাজতখানার পাশে ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় আমি ভয়ে দৌড় দিই। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমি দেখতে পাইনি।
বর্তমানে বাড়তি পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন।
(ঢাকাটাইমস/২০নভেম্বর/এলএম)

মন্তব্য করুন