এক দিনে ডেঙ্গুতে মৃত্যু ৮, শনাক্ত ১০৮৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৩, ২১:৪৪

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন আরও ১০৮৪ জন। ফলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো তিন লাখ তিন হাজার ৫৩৬ জনে। একই সময়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫৬২ জনের।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৮৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২২১ এবং ঢাকার বাইরের ৮৬৩ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকার বাসিন্দা পাঁচজন, ঢাকার বাইরের তিনজন।

এদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট তিন লাখ তিন হাজার ৫৩৬ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ছয় হাজার ৪২ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৯৭ হাজার ৪৯৪ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন এক হাজার ২৬৭ জন। ছাড়পত্র পাওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৮১ জন এবং ঢাকার বাইরের ৯৮৬ জন। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৯৭ হাজার ৫১২ জন। ছুটি পাওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ চার হাজার ৫ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৯৩ হাজার ৫০৭ জন।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/টিএ/কেএ)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :