পটুয়াখালীতে ৪২ রাউন্ড গুলিসহ চোর আটক

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২৩, ২২:৫৬
অ- অ+

পটুয়াখালীতে ১টি বিদেশী পিস্তল, শর্টগান, রিভলবার ও ৪২ রাউন্ড গুলিসহ মনিরুজ্জামান মুন্না (৪২) নামে এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সাইদুল ইসলাম।

পুলিশ সুপার জানান, গত ১৮ নভেম্বর আরামবাগের অবসারপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা কবির উদ্দিনের (৭২) বাসা থেকে পিস্তলসহ বেশ কিছু মালামাল চুরির ঘটনা ঘটে। চুরির সময় কাস্টমস কর্মকর্তা ও তার স্ত্রী চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন। পরে তিনি সদর থানায় চুরির ঘটনায় মামলা করলে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ২০ নভেম্বর মুন্নাকে আরামবাগ নিজ বাসা থেকে পিস্তলসহ গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তারের সময় মুন্নার কাছ থেকে চুরি যাওয়া ট্রলি ব্যাগ, লাগেজ, ব্রিফকেস, ১টি কালো রংয়ের ব্যাগ, ১টি হাত ব্যাগ, ৩০টি শাড়ী, ২ টি কম্বল, ৫টি কাথা, ১টি মশারি, ২টি চান্দিদা, ৪টি বিছানার চাদর, ১টি শাল চাদর, ২টি তোয়ালে ও ২টি ওয়াটার হিটার উদ্ধার করা হয়।

(ঢাকাটাইমস/২১ নভেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দায়িত্ব নিয়েই হেভিওয়েট আ.লীগ নেত্রী গ্রেপ্তার, ঢাকা রেঞ্জের ডিআইজির প্রশংসায় জুলকারনাইন সায়ের
ফের একাধিক প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, বিস্ফোরণ-গোলাগুলি
সাবেক মন্ত্রী কায়কোবাদের বাড়িতে আ.লীগ নেতার হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা