চরফ্যাশনে শিক্ষার্থী অপহরণ, মুচলেকায় মুক্তি

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় সুমাইয়া মাহি (১৪) নামের এক স্কুল ছাত্রীকে অপহরণ করার পর মো. মিজান (১৬) নামের এক যুবককে মুচলেকায় মুক্তি দিয়েছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার ওসি সাঈদ আহমেদ।
অপহরণকারী মিজান উপজেলার দক্ষিণ চর আইচা গ্রামের মো. ইয়াছিনের ছেলে। অপহৃত ছাত্রী বরিশাল কলেজ ইয়েড হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ও চরমানিকা ইউনিয়ন চর আইচা গ্রামের মো. শরিফের মেয়ে।
অপহৃত ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে যুবক মিজান ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে তার দাদীর সামনে থেকে তুলে নিয়ে যায়। পরে অপহৃত সুমাইয়া মাহির বাবা মো. শরিফ বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় একটি অভিযোগ দায়ের করে। পুলিশ ওইদিন রাত সাড়ে ৯টার সময় মিজানসহ ওই ছাত্রীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
দক্ষিণ আইচা থানার (ওসি) সাঈদ আহমেদ বলেন, অপহৃত ছাত্রীর পিতার অভিযোগের পরিপেক্ষিতে উভয়কে থানা হেফাজতে নিয়ে আসা হয়। পরবর্তীতে দুই পরিবারের সম্মতিক্রমে মুচলেকায় মুক্তি দিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২১ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন