স্পট মার্কেটে যাচ্ছে চার কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি রেকর্ড ডেটের আগে স্পট মার্কেটে যাচ্ছে বৃহস্পতিবার। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- বিডি সার্ভিসেস, আমান ফিড, সোনারগাঁও টেক্সটাইল ও বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।
এর মধ্যে বিডি সার্ভিসের স্পট মার্কেটে লেনদেন শেষ হবে সোমবার (২৭ নভেম্বর)। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার (২৮ নভেম্বর)।
বাকি কোম্পানির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে রবিবার (২৬ নভেম্বর)। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে সোমবার (২৭ নভেম্বর)। রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর লেনদেন বন্ধ থাকবে।
(ঢাকাটাইমস/২২নভেম্বর/এফআই/এজে)
মন্তব্য করুন