যশোরে শয়ন কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার

যশোরে আবু বক্কর (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকালে শহরতলীর শেখহাটির নিজ ঘরের শয়ন কক্ষ থেকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আবু বক্কর মাগুরার শালিখা উপজেলার সাবলাট গ্রামের মৃত লোকমান মোল্লার ছেলে।
নিহতের স্বজনরা জানান, আবু বক্কর বিয়ে করেননি। তার গ্রামের বাড়ি মাগুরা হলেও তিনি শেখহাটি গ্রামে বসবাস করতেন। এমনকি তিনি মোবাইল ফোনও ব্যবহার করতেন না। মাঝে মাঝে তিনি মাগুরার বাড়িতে যেতেন। এছাড়া তিনি বাড়ির আত্মীয় স্বজনদের সঙ্গে তেমন যোগাযোগ করতেন না।
এ বিষয়ে ডিবির এলআইসি টিমের এসআই মফিজুল ইসলাম ও এসআই শামীম হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি অসুস্থ ছিলেন। এ অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। তারপরও বিষয়টি তারা খতিয়ে দেখছেন।
(ঢাকাটাইমস/২২ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন