সংসদ নির্বাচন নিয়ে টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের বর্ধিত সভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় টঙ্গী আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহবায়ক মো. শাহজাদা সেলিম লিটনের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মো. আশরাফুল ইসলাম তুষারের পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মো. মশিউর রহমান সরকার বাবু, সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহম্মেদ কাজল।
এছাড়া উপস্থিত ছিলেন- টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক মো. সেলিম খান, যুগ্ম আহবায়ক মো. মেহেদী হাসান শিশির, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মশিউর হক নাহিন, জুয়েল হোসাইন জয়সহ টঙ্গী পূর্ব থানার বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা।
আয়োজিত সভায় ছাত্রলীগের নেতাকর্মীরা অঙ্গীকার করে বলেন, ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলকে নৌকা মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত করবেন।
নেতাকর্মীরা আরও বলেন, প্রতিটি কেন্দ্র কমিটি গঠন করা হবে, যাতে করে ভোটাররা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই অবাধ এবং সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন। সেদিকে বিশেষ লক্ষ্য রাখা হবে।
(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এজে)

মন্তব্য করুন