শ্রীপুরে ৩ কৃষকের গোয়াল ঘর থেকে ৫ গরু চুরি

গাজীপুরের শ্রীপুরের লোহাগাছ এলাকায় ৩ কৃষকের গোয়ালঘর থেকে ৫টি গরু চুরি হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে গরুগুলো চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা।
চুরি হয়ে যাওয়া গরুগুলোর মালিক হলেন লোহাগাছ গ্রামের সাদাত আলীর ছেলে কৃষক শুক্কুর আলী, একই এলাকার মৃত ইব্রাহিমের ছেলে কৃষক আলফা উদ্দিন ও মৃত ইন্নস আলীর মেয়ে কৃষাণী মাহফুজা খাতুন।
জানা যায়, শুক্কুর আলীর প্রায় ১ লাখ টাকা মূল্যের বাছুরসহ গাভী, আলফা উদ্দিনের ১ লাখ টাকা মূল্যের বাছুরসহ গাভী ও কৃষাণী মাহফুজার ৬০ হাজার টাকা মূল্যের ১টি ষাঁড়। তবে, চোরেরা ষাঁড়ের গুঁতো খেয়ে ফেলে যায় মাহফুজার ষাঁড়টি।
শ্রীপুর থানার এসআই সাদিক মিয়া বলেন, এ ঘটনায় কেউ থানায় অবগত করেনি। খোঁজ নিয়ে পরে জানাতে পারবো।
(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এআর

মন্তব্য করুন