১৭ বছরের কিশোরকে ফাঁসি দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৩, ০৯:৩৮| আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ০৯:৩৯
অ- অ+

হত্যা মামলায় দোষী সাব্যস্ত মাত্র ১৭ বছরের কিশোরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার তাকে ফাঁসিতে ঝোলানো হয়। এ নিয়ে চলতি বছর ইরানে ৬৮৫ জনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। খবর এএফপির।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ইরানের মানবাধিকার দুই গোষ্ঠী নরওয়েভিত্তিক হেনগাও এবং ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) পৃথক বিবৃতিতে জানিয়েছে, রাজাভি খোরাসান প্রদেশের পূর্বাঞ্চলীয় শহর সাবজেভারের জেলবন্দি ১৭ বছরের হামিদরেজা আজারিকে ফাঁসি দেওয়া হয়েছে।

মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, কিশোরদের মৃত্যুদণ্ড দিয়ে জাতিসংঘের শিশু অধিকার কনভেনশনের আইন লঙ্ঘন করেছে ইরান। আইএইচআর-এর তথ্য অনুযায়ী, ২০১০ সাল থেকে ইরানে কমপক্ষে ৬৮ জন নাবালকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

আইএইচআর পরিচালক মাহমুদ-আমিরি মোগাদ্দাম বলেন, ‘ইরানে কেউ যদি ড্রাইভিং লাইসেন্স পেতে চায়, তাদের বয়স ১৮ বছর হতে হবে। কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ইরানে ১৫ বছর বয়সই যথেষ্ট।’

স্থানীয় এক টিভি চ্যানেল জানায়, আজারি তার পরিবারের একমাত্র সন্তান। সে প্রাপ্তবয়স্ক না হওয়া সত্ত্বেও কয়েক বছর আগে ভাঙ্গারি শ্রমিক হিসেবে কাজ শুরু করে। চলতি বছরের মে মাসে এক ব্যক্তির সঙ্গে ঝগড়া বাধে তার। সেইসময় ওই ব্যক্তিকে খুনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হওয়ায় ১৭ বছর বয়সেই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এমআর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরাইলে আমগাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকের ঘোষণা এনসিপির
রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হলেন ৮৬ আইনজীবী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা