রাজশাহী বিভাগে নৌকার মাঝি হলেন যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রবিবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নাম ঘোষণা করেন তিনি।
এর আগে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় বেশির ভাগ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত হলেও কৌশলগত কারণে সে তালিকা প্রকাশ করা হচ্ছিল না।
রাজশাহী জেলার ছয় আসনে নৌকার প্রার্থী হলেন:
ওমর ফারুক চৌধুরী রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী), মোহাম্মদ আলী কামাল রাজশাহী-২ (সদর), আসাদুজ্জামান আসাদ রাজশাহী-৩ (পবা-মোহনপুর), আবুল কালাম আজাদ রাজশাহী-৪ (বাগমারা), আব্দুল ওয়াদুদ দারা রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) ও মোহাম্মদ শাহরিয়ার আলম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট)।
রাজশাহী জেলার ছয় আসনে নতুন তিন মুখ দলীয় মনোনয়ন পাওয়ার ফলে বাদ পড়েছেন বর্তমান এমপি আয়েন উদ্দিন, এনামুল হক ও মুনসুর রহমান।
(ঢাকাটাইমস/২৬ নভেম্বর/ইএইচ)

মন্তব্য করুন