বিএনপির ১২ ঘণ্টার হরতাল শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে
বিএনপির ডাকা ১২ ঘণ্টার হরতাল কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৬টায় শুরু শুরু হয় এই কর্মসূচি, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এর আগে গত বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকে দেশজুড়ে ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি পাালিত হয়।
গত সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এফএ)

মন্তব্য করুন