ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেল আরও ৩০ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:১১| আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:১২
অ- অ+

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আরও ৩০ ফিলিস্তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির অংশ হিসেবে সপ্তম দফায় তাদের মুক্তি দেওয়া হয়, যাদের অধিকাংশই শিশু ও কিশোর। এদিকে হামাসও আরও ৮ জিম্মিকে মুক্তি দিয়েছে।

শুক্রবার এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতেই ইসরায়েলের কারাগার থেকে ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়। দেশটির কারা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। যুদ্ধবিরতির অংশ হিসেবেই তাদের মুক্তি দেওয়া হয়।

এদিকে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৮ ইসরায়েলি জিম্মিকে হামাস মুক্তি দেওয়ার কয়েক ঘণ্টা পরই কারাগার থেকে ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল, যাদের মধ্যে রয়েছে ২৩ জন শিশু ও ৭ জন নারী।

এদিকে ইসরায়েলের প্রিজন সার্ভিস জানিয়েছে, পশ্চিম তীরের রামাল্লা এবং জেরুজালেমের দুটি কারাগার থেকে ৩০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৪ নভেম্বর হামাস ও ইসরায়েলের মধ্যকার প্রথম দফায় চারদিনের যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন শুরু হয়। এরপর শেষদিনে এসে চুক্তির মেয়াদ আরও দুইদিন বাড়ানো হয়। এরপর আরও একদফা চুক্তির মেয়াদ বাড়ানো হয়। আজ শুক্রবার এ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/০১ডিসেম্বর/জেডএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে পত্র তারেক রহমানের
বিএনপির সমাবেশে সাংবাদিক পরিচয়ে শিবিরকর্মী!
৫ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
হঠাৎ অসুস্থ লুৎফুজ্জামান বাবর, নেওয়া হয়েছে হাসপাতালে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা