শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত

বগুড়ার শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন কাভার্ডভ্যানের সহকারী। শুক্রবার ভোরে উপজেলার মোকামতলা আন্ডারপাস ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাভার্ডভ্যান চালকের নাম মিরাজ (২২)। তিনি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার জয়দেব কৈপাড়া গ্রামের বাসিন্দা। আহত সহকারীর নাম আতিয়ার (৩০)। তিনি একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৬টায় রংপুর দিক থেকে আসা কার্গো পরিবহন নামে একটি কাভার্ডভ্যান মোকামতলা আন্ডারপাস ব্রিজের ওপর পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান কাভার্ডভ্যানের চালক। আহত সহকারীকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, এ ঘটনায় কাভার্ডভ্যান ও ট্রাক আটক করা হইছে। ট্রাকচালক পলাতক। মামলা প্রক্রিয়াধীন।
(ঢাকা টাইমস/০১ডিসেম্বর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন