রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূকম্পন অনুভূত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৬| আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১১:১১
অ- অ+

রাজধানী ঢাকাসহ সারাদেশে ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার সকাল ৯টা ৩৬ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতত্ব জরিপ সংস্থা- ইউজিএস এর তথ্য বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের লক্ষ্মীপুরের রামগঞ্জের ৮ কিলোমিটার দক্ষিণ-উত্তরদক্ষিণে মাটির ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।

তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। শনিবার সকাল ৯টা ৩৫মিনিট ৩৩ সেকেন্ডে এই ভূমিকম্প হয় বলে জানান আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।

তিনি আরও বলেন, ভূমিকম্পটি মাঝারি মাপের। এখনও তেমন কোনো ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঢাকা ছাড়াও নোয়াখালী, সিলেট, রাজশাহী, রংপুর অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে সেখানকার আবহাওয়া অফিস।

একই দিন সকালে কাছাকাছি সময়ে ভূমিকম্প অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ ভারতের চীন সীমান্তবর্তী অঞ্চল লাদাখেও। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হচ্ছে, ভারতের জাতীয় ভূমিকম্পবিদ্যা সেন্টার জানিয়েছে সকাল ৮টা ২৫ মিনিটে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৪।

চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশে ১০টি হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্প সংঘটিত হয়েছে, যার প্রথমটি হয়েছে গত ১৬ ফেব্রুয়ারি। এর উৎপত্তিস্থল ছিল ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে।

ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এসএম/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে রাতভর অবস্থানের পর সকালেও বিক্ষোভ
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা