যুবলীগ নেতার পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২৩, ১১:০৯
অ- অ+

খুলনার তেরখাদা উপজেলায় এক যুবলীগ নেতার পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম কাটেংগা গ্রামের এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রাকিব মোল্লা পশ্চিম কাটেংগা গ্রামের আলম মোল্লার ছেলে এবং বারাসাত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। রাকিবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তেরখাদা থানার ওসি তদন্ত এসএম আলম কবির।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বাড়ির পাশে রাস্তায় রাকিবের ওপর এ হামলা হয়। তার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে পায়ের রগ কেটে দেয়। এ সময় রাকিবের চাচি নাজমা বেগম বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে জখম করে তারা। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রথমে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেলে ভর্তি করে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এসএম আলম কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/ইএইচ)ৃ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সম্পদের হিসাব ফেসবুকে দিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
পাবনার রমা দাশগুপ্ত থেকে টলিউডের মহানায়িকা সুচিত্রা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে সেনাবাহিনী, প্রজ্ঞাপন জারি
শীতে ঠান্ডা পানি খেলে ওজন বাড়ে! কতটা সত্যি? কী বলছেন পুষ্টিবিদরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা