দিনাজপুরে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, চালক দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৬| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮:৩০
অ- অ+

দিনাজপুরের কাহারোলে ধানবোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাকচালক আনিসুর রহমান আনিস(২৭) দগ্ধ হয়েছেন। এ সময় দূর্বৃত্তদের ছোড়া ঢিলের আঘাতে ট্রাকের হেলপার মফিজুল ইসলাম (৩০) আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

শনিবার গভীর রাতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোল উপজেলার রামপুরা বাজারে এই ঘটনা ঘটে।

দগ্ধ ট্রাকচালক আনিস দিনাজপুর সদর উপজেলার ইয়ার পাড়া গ্রামের বাসিন্দা এবং হেলপার সফিকুল ইসলাম বোদা উপজেলার চন্দরবাড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও কাহারোল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ট্রাকটির কিছু অংশসহ কয়েক বস্তা ধান পুড়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর গ্রামের ট্রাকমালিক সুজন হোসেন (৪০) জানান, বোদা উপজেলা থেকে একটি ট্রাক দিনাজপুর শহরের দিকে আসছিল। ট্রাকটি উপজেলার রামপুরা বাজারে পৌঁছালে হেলমেট পরিহিত তিন মোটরসাইকেল আরোহী প্রথমে ট্রাকের সামনে ঢিল ছোড়ে। এ সময় ট্রাকটির গতি কমলে তারা পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা