ভেঙে পড়ার আশঙ্কায় ইতালির হাজার বছরের পুরোনো ‘হেলানো টাওয়ার’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৭:৫৪
অ- অ+

প্রতিবছর সারাবিশ্ব থেকে লাখ লাখ পর্যটক আসেন ইতালির পিসার হেলানো টাওয়ার দেখতে। এবার সেই ইতালির বোলোনিয়ার শহরে হাজার বছর পুরোনো আরও একটি টাওয়ার হেলে পড়ছে, যার নাম গারিজেন্দা টাওয়ার। যদিও টাওয়ারটি আগে থেকেই কিছুটা হেলে ছিল।

টাওয়ারটি যেকোনো মুহূতে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছে শহর কর্তৃপক্ষ। ফলে পুরো এলাকাজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। টাওয়ার এলাকায় মানুষের প্রবেশে নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে।

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে টাওয়ারটির চারপাশে পাঁচ মিটার (১৬ ফুট) উঁচু দেয়াল নির্মাণ শুরু করেছে কর্তৃপক্ষ। যাতে এটি ভেঙ্গে পড়লে এর ধ্বংসাবশেষ আশপাশে ছড়িয়ে পড়া বা বড় কোনো ক্ষতি এড়ানো যায়।

প্রসঙ্গত, বোলোনিয়া শহরে অবস্থিত মধ্যযুগের দুটি সুউচ্চ টাওয়ারের একটি গারিজেন্দা টাওয়ার। এর উচ্চতা ১৫৪ ফুট (৪৭ মিটার)। অন্যটি হলো আজিনেল্লি টাওয়ার যা টাওয়ার অব পিসা বলেও পরিচিত। এর উচ্চতা গারিজেন্দা টাওয়ারের প্রায় দ্বিগুণ। এটিও হেলে রয়েছে। টাওয়ার দুটি ১১০৯ ও ১১১৯ সালের মধ্যে নির্মিত। এর আগে একবার হেলে পড়ায় ১৪ শতকে গারিজেন্দা টাওয়ারের উচ্চতা কমিয়ে আনা হয়। গত প্রায় এক হাজার বছর ধরে ৪ ডিগ্রি হেলে রয়েছে এই টাওয়ারটি। সম্প্রতি গারিজেন্দা টাওয়ার আরও কিছুটা হেলে পড়ে।

২০১৯ সালে গারিজেন্দা টাওয়ার ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল। সেসময় টাওয়ারটির নজরদারিতে বসানো হয়েছিল সেন্সর মেশিন। সম্প্রতি সেই মেশিনই জানিয়ে দিচ্ছে গারিজেন্দা টাওয়ারের শেষের সে দিন আসতে খুব বেশি দেরি নেই। ফলে গত অক্টোবর সেখানে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেয়া হয়। এবার এটি পুরোপুরি বন্ধ করে দেয়া হলো।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইইউবিএটি’র ৮ম সমাবর্তন অনুষ্ঠিত 
‘অপারেশন ডেভিল হান্টে’ ধরা পড়বে ছোট-বড় সব অপরাধী: স্বরাষ্ট্র উপদেষ্টা
কুষ্টিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
ত্রিদেশীয় সিরিজ: বৃথা গেলো ব্রিটজকের বিশ্বরেকর্ড, ফাইনালে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা