দুর্নীতি মামলায় নেতানিয়াহুর বিচার পুনরায় শুরু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৭:২৫

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান বেশ কয়েকটি দুর্নীতির মামলার বিচার পুনরায় শুরু হয়েছে। এর আগে ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর দেশটির বিচারমন্ত্রীর জরুরি আদেশে বিচার কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, জেরুজালেমের একটি আদালত সোমবার একাধিক মামলার শুনানি শুরু করেছে, যা নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো খতিয়ে দেখবে।

নেতানিয়াহুর বিরুদ্ধে ২০১৯ সালে দায়ের করা তিনটি মামলায় জালিয়াতি, ঘুস এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়েছে, যা কেস ১০০০, ২০০০ এবং ৪০০০ নামে পরিচিত।

মামলা ১০০০-এ, নেতানিয়াহু ও তার স্ত্রী সারার বিরুদ্ধে রাজনৈতিক সুবিধার বিনিময়ে বিশিষ্ট হলিউড প্রযোজক আর্নন মিলচান এবং অস্ট্রেলিয়ান বিলিয়নিয়ার ব্যবসায়ী জেমস প্যাকারের কাছ থেকে শ্যাম্পেন এবং সিগারসহ উপহার গ্রহণের অভিযোগ রয়েছে।

এ মামলায় অভিযোগ প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে। এছাড়া জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের জন্য তিন বছর পর্যন্ত জেল হতে পারে জায়নবাদী প্রধামন্ত্রীর।

এদিকে এ সকল দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি দাবি করেন, তিনি তাকে পদ থেকে অপসারণের জন্য প্রতিদ্বন্দ্বী এবং সংবাদ মাধ্যমগুলো রাজনৈতিকভাবে এ মামলাগুলো সাজিয়েছে।

২০২০ সালের মে মাসে প্রথম তার বিচার শুরু হয়েছিল এবং প্রতিরক্ষা এবং প্রসিকিউশন বিরোধ এবং করোনা মহামারীর কারণে বারবার বিলম্বিত হয়েছে।

সম্প্রতি নেতানিয়াহুর বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ থেকে মুক্তি পাওয়ার জন্য বিচার ব্যবস্থার পুর্নগঠন করার জন্য পরিকল্পনা করছেন।

চলতি বছরের জানুয়ারিতে নেতানিয়াহু সরকার দেশেটির বিচার বিভাগের সংস্কারের নামে সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানো এবং বিচারক নিয়োগের ক্ষেত্রে আরো নিয়ন্ত্রণ দেয়ার পরিকল্পনা ঘোষণা করেন।

এরপর গত জুলাই মাসে দেশটির পার্লামেন্ট নেসটে বিচার ব্যবস্থা পুনর্গঠনে নতুন আইন প্রস্তাব করে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট। এরপরই ইসরায়েলজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল।

সমালোচকরা বলেছেন, প্রস্তাবিত পরিবর্তনগুলো বিচার বিভাগকে রাজনীতিতে পরিণত করবে এবং ইসরায়েলের স্বাধীনতার সাথে আপস করবে, দুর্নীতিকে উৎসাহিত করবে এবং অর্থনীতির ক্ষতি করবে।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/এমআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :