ওসিদের বদলির প্রস্তাব পাঠানোর সময় তিন দিন বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৮:১৯| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৮:৪১
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠানোর শেষ সীমা ৫ ডিসেম্বরের পরিবর্তে ৮ ডিসেম্বর করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

চিঠিতে ইসি বলেছে, সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) ৫ ডিসেম্বরের পরিবর্তে আগামী ৮ ডিসেম্বরের মধ্যে বদলির প্রস্তাব পাঠানো নিশ্চিত করতে হবে।

ওসি বদলের সিদ্ধান্ত জানিয়ে গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে চিঠি দেয় ইসি। মন্ত্রিপরিষদ সচিব এবং পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে অনুলিপি দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য সব থানার ওসিদের পর্যায়ক্রমে বদলি করতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব থানার ওসির বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় পার হয়েছে, তাদের অন্য জায়গায় বদলির প্রস্তাব ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে পাঠানো প্রয়োজন। ইসির এই নির্দেশের পরই পুলিশের নীতিনির্ধারকরা ৬ মাসের বেশি সময় কোনো থানায় কর্মরত ওসিদের তালিকা তৈরি শুরু করেন। মহানগর ও রেঞ্জসহ ইউনিটভিত্তিক পৃথক তালিকা তৈরির কাজ শুরু হয়।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/টিআই/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে ট্রাফিক সদস্যদের মাঝে স্যালাইন বিতরণ 
আ.লীগ নিষিদ্ধ হয় নাই, করতে হবে: রাশেদ প্রধান
গানের নাম ‘প্রেমিক স্বৈরাচার’
দল নিষিদ্ধের বিধানসহ সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ জারি সোমবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা