ঢাকা টাইমসকে ইসি আনিছুর রহমান

অভিযোগ পেলেই ডিসি-এসপিদের বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৯:৫১| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ২০:০৮
অ- অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সারাদেশের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এখন পর্যন্ত জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) বদলির কোনো সিদ্ধান্ত হয়নি।

নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ইসি বদ্ধপরিকর জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান ঢাকা টাইমসকে বলেন, ইতোমধ্যে দুই জেলা প্রশাসককে বদলি করা হয়েছে। এরপর যখন যেখানে ডিসি-এসপি বদলির দরকার হবে, আমরা তা করব।’

আনিছুর রহমান বলেন, ২০০১ ও ২০০৮ সালের পর একযোগে এই প্রথম ওসি-ইউএনওদের বদলি করা হয়েছে। যেখানে যখন দরকার হবে, সেখানেই আমরা ব্যবস্থা নেব। যেখানে আমরা অভিযোগ পাব, যেখানে মনে হবে ডিসি, এসপি বা উভয়ের কারণে নিরপেক্ষহীনতা দেখা দিয়েছে- সেখানেই বদলি করা হবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। সোমবার (৪ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনের প্রচারের জন্য ১৯ দিন সময় রয়েছে। ভোটের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হবে। অর্থাৎ ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচার চালানোর সুযোগ পাবেন প্রার্থীরা।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/টিআই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুজন গবেষক ও এক প্রতিষ্ঠান
চট্টগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশের দিলেন বৈষম্যবিরোধীরা
বাণিজ্য বাধা কমিয়ে আনতে সামুদ্রিক যোগাযোগ বৃদ্ধিতে জোর পররাষ্ট্র উপদেষ্টার
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: নওফেল-রেজাউলসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা