মাদারীপুরের ঢাবি পড়ুয়াদের ‘অপরাজেয়’ এর নতুন নেতৃত্ব

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৩, ২০:১৯| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ২৩:৩৫
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মাদারীপুর জেলার কালকিনি-ডাসার উপজেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন কালকিনি-ডাসার উপজেলা শিক্ষার্থী পরিষদ 'অপরাজেয়' এর ২০২৩-২৪ বছরের নতুন কমিটি (আংশিক) ঘোষিত হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আবু সালেহ নিশাত এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শিল্পকলার ইতিহাস বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো. শাহীন মিয়া।

রবিবার (৩ ডিসেম্বর) বিকেলে কলাভবন ক্যাফেটেরিয়াতে আংশিক কমিটি ঘোষণা করেন অপরাজেয়-এর সভাপতি মো. বায়েজিদ ইসলাম এবং সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মাহিম।

নতুন মনোনীত সভাপতি আবু সালেহ বলেন, অপরাজেয় তার প্রতিষ্ঠালগ্ন থেকে কালকিনি-ডাসার উপজেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং অপরাজেয় কে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে দূঢ় প্রত্যয়ী। ইতিমধ্যে আমাদের সংগঠনটি কালকিনি-ডাসারের শিক্ষার্থীদের শিক্ষা ও সাংস্কৃতিক উৎকর্ষতা সাধনের জন্য নানামুখি উদ্যোগ হাতে নিয়েছে। আমরা সবাই এক হয়ে কাজ করলে একটি আলোকিত এবং সমৃদ্ধ অপরাজেয় পরিবার গড়তে পারবো। আমাদের এই পরিবারের সদস্যরাই বিভিন্ন সেক্টরে আগামীতে কালকিনি-ডাসার মাদারীপুর সহ সমগ্র বাংলাদেশে নেতৃত্ব দিবে বলে আমি আশাবাদী।

নতুন সাধারণ সম্পাদক শাহিন বলেন, মেধাবী শিক্ষার্থীদের সংগঠন অপরাজপয়। এর প্রতিটি সদস্য একদিন সফলতার শিখরে আরোহন করে কালকিনি-ডাসারকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে বলে আমরা বিশ্বাস করি। কালকিনি -ডাসার সহ মাদারীপুরের শিক্ষার্থীদের জন্য অপরাজেয় কে একটি আদর্শিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাবো।

প্রসঙ্গত, সংগঠনটি নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মাসিক দিক-নির্দেশনামূলক সেমিনার, সহশিক্ষা কার্যক্রম, শিক্ষাসফর ও বনভোজন, ভর্তিচ্ছুদের জন্য তথ্য ও পরামর্শ প্রদান, ইফতার মাহফিল ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এসকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই
ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি পাকিস্তানের
সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলাম গ্রেপ্তার
ভারতে পাকিস্তানের সামরিক অভিযান: ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ এর অর্থ কী?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা