গাংনীতে ফুটবলের আঘাতে প্রাণ গেলো কলেজ শিক্ষার্থীর

মেহেরপুরের গাংনীতে ফুটবলের আঘাতে স্বপ্নীল (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে তার মৃত্যু হয়।
নিহত স্বপ্নীল উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের উত্তরপাড়ার কাওসার আলীর ছেলে ও সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে ফুটবল খেলার সময় হঠাৎ স্বপ্নীলের বুকে ফুটবল লাগে। এতে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপ্নীলকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/পিএস)

মন্তব্য করুন