ইসিতে দ্বিতীয় দিনের মতো আপিল শুরু

আসন্ন জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে দ্বিতীয় দিনের মতো আপিল হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বাম পাশে বানানো অস্থায়ী ক্যাম্পের ১০টি বুথে এ কার্যক্রম শুরু হয়।
মঙ্গলবার থেকে শুরু হওয়া এই আপিল কার্যক্রম চলবে আরও তিনদিন। এরপর ১০-১৫ ডিসেম্বর শুনানি নিয়ে আপিলের রায় ঘোষণা করা হবে।
এর আগে মঙ্গলবার ৪২ জন প্রার্থী আপিল আবেদন করেন। প্রথমদিনের আপিল গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ১০টি বুথের মাধ্যমে আপিল গ্রহণের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সিইসি হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, ‘পূর্ণাঙ্গ কমিশন প্রথমে আপিল শুনবে। পরে সিদ্ধান্ত দেবে।’
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশের ৩০০ আসনে ৭৪৭ জন স্বতন্ত্রসহ মোট ২ হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু, গত ১ থেকে ৪ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র গ্রহণ করেন এবং বাকি ৭৩১টি বাতিল করেন।
কোন জেলার প্রার্থীরা কোথায় আপিল করবেন
৩০০ আসনের মধ্যে ১ থেকে ৩৩ পর্যন্ত সংসদীয় আসনের প্রার্থীরা বুথ-১ (রংপুর অঞ্চল) আপিল করবেন। জেলাগুলো হলো- পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা।
রাজশাহী অঞ্চলের অর্থাৎ ৩৪ থেকে ৭২ নম্বর পর্যন্ত আসনের প্রার্থীরা আপিল করতে পারবেন ২ নম্বর বুথে। জেলাগুলো হলো- জয়পুরহাট, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা।
তিন নম্বর বুথ সংসদের ৭৩ নম্বর থেকে ১০৮ নম্বর আসনের মনোনয়নপত্র বাতিল হওয়া খুলনা অঞ্চলের প্রার্থীদের আপিল গ্রহণের জন্য। জেলাগুলো হলো- মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, নড়াইল, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা।
বরিশাল অঞ্চলের মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করবেন ৪ নম্বর বুথে। এ অঞ্চলে রয়েছে সংসদের ১০৯ নম্বর থেকে ১২৯ নম্বর আসন। জেলাগুলো হলো- বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর।
সংসদের ১৩০ নম্বর থেকে ১৬৭ নম্বর আসন তথা ময়মনসিংহ অঞ্চলের প্রার্থীরা বুথ-৫-এ আপিল করতে পারবেন। এ অঞ্চলের জেলাগুলো হলো- টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ।
বুথ-৬ এ আপিল করতে পারবেন সংসদের ১৬৮ নম্বর থেকে ২০৮ নম্বর আসনের প্রার্থীরা। জেলাগুলো হলো- মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ।
বুথ-৭ ফরিদপুর অঞ্চলের মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের জন্য। এই বুথে আপিল করতে পারবেন সংসদের ২০৯ নম্বর থেকে ২২৩ নম্বর আসনের প্রার্থীরা। জেলাগুলো হলো- রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর।
সিলেট অঞ্চলের প্রার্থীদের আপিলের জন্য বুথ-৮। এ অঞ্চলে জাতীয় সংসদের ২২৪ নম্বর থেকে ২৪২ নম্বর আসনের প্রার্থীরা আপিল করবেন। জেলাগুলো হলো- সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।
কুমিল্লা অঞ্চলের মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আবেদন করতে পারবেন বুথ-৯ এ। অঞ্চলটিতে থাকছে সংসদের ২৪৩ নম্বর থেকে শুরু করে ২৭৭ নম্বর পর্যন্ত আসন। জেলাগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর।
বুথ-১০-এ চট্টগ্রাম অঞ্চলের মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ অঞ্চলের সংসদীয় আসনগুলো হলো ২৭৮ নম্বর থেকে ৩০০ নম্বর পর্যন্ত। জেলাগুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান।
(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এলএম/এফএ)

মন্তব্য করুন