নায়িকাদের পর ‘ডিপফেক’ ভিডিওর শিকার শিল্পপতি রতন টাটা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৫১
অ- অ+

অভিনয় জগত থেকে এবার ব্যবসার জগতে। আলিয়া ভাট, রাশ্মিকা মন্দানরা, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়ার পর এবার ‘ডিপফেক’ ভিডিও বানানো হলো ভারতের টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটাকে নিয়ে।

সম্প্রতিডিপফেক’-এর শিকার হলেন এই শিল্পপতি। তার ভুয়া ভিডিও তৈরি করে নেটদুনিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। তাতে লোভনীয় প্রস্তাবও দেওয়া হয়েছে। যা আদতে মানুষ ঠকানোর কারবার বলে অভিযোগ।

পরে রতন টাটা নিজেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে সবাইকে সচেতন এবং সতর্ক করেন। প্রতারণার ফাঁদে পা দিতে বারণ করেন তিনি।

গত বুধবার নিজের স্ট্যাটাসে একটি ভিডিও শেয়ার করে ওই প্রতারণা চক্র ফাঁস করেন তিনি। ভিডিওটিতে দেখা যায়, টাটারই একটি সাক্ষাৎকার। সেখানে তিনি একটি বিশেষ বিনিয়োগের কথা বলেন। তাতে বিনিয়োগ করলে নাকি লাভ নিশ্চিত।

১০০ শতাংশ নিশ্চয়তা দেওয়া হয়েছে ওই ভিডিওতে। বলা হয়েছে, এই পদ্ধতি সম্পূর্ণ ঝুঁকিহীন। এই পদ্ধতি অবলম্বন করে বেশ কয়েকজন টাকা উপার্জন করেছেন, সেই নজিরও দেখানো হয়েছে। ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেছিলেন সোনা আগরওয়াল নামে এক ব্যবহারকারী।

ভিডিওটি শেয়ার করে টাটা নিজেই জানিয়েছেন, সেটি ভুয়া। তার মুখ বসিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে। বিশ্বাসযোগ্যতা বাড়াতেই তাকেব্যবহারকরে এই ভিডিও বানানো হয়েছে বলে দাবি করেন তিনি।

এভাবে ভারতে দিন দিন উদ্বেগ বাড়াচ্ছেডিপফেকভিডিও। যে কোনো সময়ে যে কেউ এই ছলনার শিকার হতে পারেন। সে কারণে ইন্টারনেট এবং সমাজমাধ্যমের নিরাপত্তা নিয়ে বারবারই প্রশ্ন উঠছে।

(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২
আ.লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত: যমুনা ছেড়ে মঞ্চের সামনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা
সাভারে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত
বনশ্রীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা