হলফনামায় ২২ ভরি স্বর্ণের দাম ২১ হাজার টাকা দেখালেন প্রাণ গোপাল

​​​​​​​কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৭| আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৬:৫১
অ- অ+

বিয়ের উপহার হিসেবে ২২ ভরি স্বর্ণ পেয়েছেন সংসদ সদস্য ডা. প্রাণ গোপালের স্ত্রী জয়শ্রী রায় জয়া। ওই স্বর্ণের দাম ধরা হয়েছে ২১ হাজার টাকা। সে হিসেবে প্রতি ভরি স্বর্ণের দাম পড়েছে ৯৫৫ টাকা। অপরদিকে প্রাণ গোপাল তার নামে থাকা ২৫ ভরি স্বর্ণের দাম উল্লেখ করেছেন চার লাখ ৫২ হাজার টাকা। সে হিসেবে তার নিজের মালিকানায় থাকা স্বর্ণের ভরির দাম পড়েছে ১৮ হাজার ৮০ টাকা।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থীর হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।

স্বর্ণের প্রকৃত দাম জানতে চাইলে স্থানীয় এক এক স্বর্ণ ব্যবসায়ী জানান, বুধবার (৬ ডিসেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ নয় হাজার ৬৭৫ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ চার হাজার টাকায় বিক্রি হয়েছে।

প্রাণ গোপাল দত্ত ২০২১ সালের ২০ সেপ্টেম্বর উপনির্বাচনে অংশ নিয়ে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। এবারও একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার আরও যেসব কারণ সামনে আসছে
আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: নিহত বেড়ে ২৯১
মুরাদনগরে ট্রাফিক লাইনম্যানকে পিটিয়ে যখম করল এনসিপি নেতারা
নিষেধাজ্ঞার পর জেলের জালে ধরা পড়লো ৪৩ মণ ইলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা