প্রধানমন্ত্রীর প্লাকার্ড ভাঙচুর, টিএসসিভিত্তিক ৫ সংগঠনের নিন্দা

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৪:০৩ | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৩:৫৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্লাকার্ড ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক পাঁচটি সংগঠন। বুধবার নিজ নিজ সংগঠনের পক্ষে এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দেয় সংগঠনগুলো।

বিবৃতি দেওয়া সংগঠনগুলো হলো– ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি, স্লোগান ৭১ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ।

নাট্য সংসদ এবং আইটি সোসাইটি তাদের বিবৃতিতে জানায়, ‘সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে নেমে ১৯৯২ সালে রাজপথ রঞ্জিত করেছিল বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মঈন হোসেন রাজু। অথচ ২০২৩ সালে এসে শহীদ রাজুর নাম নির্মিত ভাস্কর্যের পাদদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে তারই সংগঠনের নেতাকর্মীরা। ছাত্র ইউনিয়নের সন্ত্রাসী কর্মকাণ্ডে লজ্জায় মুখ লুকিয়েছে শহীদ রাজু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থী এহেন কর্মকাণ্ডে লজ্জিত ও ক্ষুব্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মেট্রোরেলকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের স্থাপনকৃত প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ভাঙচুর করে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশের বিপরীতে এক ন্যাক্কারজনক দৃষ্টান্ত হয়ে থাকবে।’

অপর তিনটি সংগঠনও এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন উদ্বোধনকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে স্থাপন করে নেতাকর্মীরা। প্লাকার্ডের কারণে রাজু ভাস্কর্য ঢেকে গেলে বাম ছাত্রসংগঠনসহ বিভিন্ন মহল এটি নিয়ে আপত্তি জানিয়ে আসছিল। এরই জেরে গত মঙ্গলবার সন্ধ্যায় ওই প্লাকার্ড ভাঙচুরের ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতাকর্মীদের অভিযোগ, ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/এসকে/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ার ঢাবি পড়ুয়াদের নেতৃত্বে মাহমুদ-রিয়াদ

রাবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৭৫.৫০ শতাংশ

স্কুল-কলেজের সভাপতিকে হতে হবে এইচএসসি পাস, গেজেট জারি

ঢাবির সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ও অগ্রায়ন অনুষ্ঠিত

শেষ হলো ঢাবি অধিভুক্ত ৭ কলেজের প্রথমদিনের ভর্তি পরীক্ষা

ঢাবির সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ও অগ্রায়ন আজ

বেরোবিতে সাংবাদিকতা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ চেয়ে আইনি নোটিশ

বেরোবিতে বিশিষ্ট পরামাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

আইইউবিএটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের ৭ম মৃত্যুবার্ষিকী শুক্রবার

পৃথিবী যতদিন থাকবে বঙ্গবন্ধু ও রবীন্দ্রনাথের দর্শন-কর্ম বেঁচে থাকবে: ঢাবি উপাচার্য

এই বিভাগের সব খবর

শিরোনাম :