বগুড়ায় তিন লাখ জাল টাকাসহ আটক ৪

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২৩, ২২:০৯

বগুড়ায় প্রায় পৌনে তিন লাখ টাকার জাল নোটসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে শহরের আকবরিয়া আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তাদেরকে আটক করা হয়।

র‌্যাবের দাবি, বিভিন্ন জেলায় ঘুরে বেড়ানোর নামে জাল নোট খরচ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।

বুধবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বগুড়া র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন।

আটককৃতরা হলেন- পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আব্দুস সাত্তার মৃধা (৫০), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহিন মিয়া (৪২), পিরোজপুরের নাজরিপুর উপজেলার রনি মোল্লা (২২) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোবারক মিয়া (৪৩)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আকবরিয়া হোটেলে জাল নোট নিয়ে কয়েকজন ব্যক্তি অবস্থান করছেন এমন একটি সংবাদ ছিল র‌্যাবের কাছে। এ তথ্যের ভিত্তিতে হোটেলের ২৭ নাম্বার রুমে অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা। অভিযানে ২ লাখ ৮৭ হাজার জাল টাকাসহ ওই চারজনকে আটক করা হয়।

র‌্যাব কমান্ডার মীর মনির হোসেন বলেন, আটক ব্যক্তিরা জাল নোটগুলো চট্টগ্রাম থেকে এনেছেন। কাউকে দেয়ার উদ্দেশ্যে তারা বগুড়ায় আসেননি। তারা মূলত বিভিন্ন জেলায় বেড়াতে গিয়ে জাল নোট দিয়ে বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করতেন। এর মাধ্যমে বাজারে জালনোট খরচ করে মানুষকে প্রতারিত করে সটকে পড়তেন।

র‌্যাব কমান্ডার আরও বলেন, আমরা আটকদের সদর থানায় হস্তান্তর করেছি। থানা থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

কুমিল্লায় ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার

শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: তিন পদে ১৩ জনের মনোনয়ন জমা

ভূরিভোজে দাওয়াত না পেয়ে প্রধান শিক্ষককে মারধর, বিদ্যালয় সভাপতি গ্রেপ্তার  

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনা, পথচারী নারী ও অটোরিকশাযাত্রী নিহত

দিনাজপুর সীমান্তে ৩ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার

১০ বছর তালাবদ্ধ ইউপি ভবন, অস্থায়ী কার্যালয়ে চলে দাপ্তরিক কাজ

ঝিনাইদহ সদরে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত তৃতীয় লিঙ্গের বর্ষা 

কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচন:  ১৩ প্রার্থীর  মনোনয়নপত্র দাখিল

বাংলাদেশে আশ্রয় নিলেন আরও ৫ বিজিপি সদস্য

বোয়ালমারীতে কালবৈশাখীর আঘাত: ব্যাপক ক্ষয়ক্ষতি

এই বিভাগের সব খবর

শিরোনাম :