দিনাজপুরে পাথরবোঝাই ট্রাকের চাপায় স্কুলশিক্ষকের মৃত্যু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৪ | প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৩

দিনাজপুরের বিরামপুরে পাথরবোঝাই ট্রাকের চাপায় তারিকুজ্জামান চৌধুরী (৩২) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের বিরামপুর জনতা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তারিকুজ্জামান চৌধুরী উপজেলার দিওর ইউনিয়নের কোচগ্রাম গ্রামের তাজুল ইসলাম চৌধুরীর ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার পরিবার ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, তারিকুজ্জামান রাতে বিরামপুর পাইলট মাঠে নাইট টুর্নামেন্ট ক্রিকেট খেলা দেখে হাতে বিরিয়ানির প্যাকেট নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে একটি অটোকে সাইড দিতে গিয়ে তিনি রাস্তায় পড়ে যান। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী পাথরবোঝাই ট্রাক তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পরে ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায়।

তিনি বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে সড়ক ও পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

(ঢাকা টাইমস/২২ডিসেম্বর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :