পিতৃভূমিতে শেখ হাসিনার রাতযাপন
বরিশালে নির্বাচনি জনসভা শেষ করে গোপালগঞ্জ পিতৃভূমিতে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই তিনি শুক্রবার রাতযাপন করবেন। গোপালগঞ্জ-৩ আসন শেখ হাসিনার নির্বাচনি এলাকা। নির্বাচনি জনসভা ও রাতযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের তথ্য মতে, শনিবার নির্বাচনি এলাকায় দুটি জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকাল ১১টার দিকে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় যোগ দিয়ে বক্তব্য দেবেন তিনি। একইদিনে দুপুর ১টার দিকে কোটালিপাড়া শেখ লুৎফর রহমান কলেজ মাঠে নির্বাচনি জনসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।
টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসন। এই আসনে নৌকার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, শনিবার বেলা ৩টায় গোলাপগঞ্জের টুঙ্গিপাড়া থেকে মাদারীপুর কালকিনি আসবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। শেখ হাসিনার আগমন উপলক্ষে এসব এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এসব এলাকার উন্নয়নে প্রধানমন্ত্রী কী কী প্রতিশ্রুতি দেবেন, তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহল রয়েছে। তাই প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় নেতাকর্মীরা।
(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/এমএইচ/জেএ/কেএম/এসআইএস)