শীতে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় লবঙ্গ চা! চেহারাতেও আসে জেল্লা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২৪, ০৯:৪৮
অ- অ+

সকালে উঠে এক কাপ চা ছাড়া দিন শুরু হয় না আমজনতার। কেউ খান চিনি ছাড়া দুধ ছাড়া লিকার, তো কারও আবার পছন্দ বেশি দুধ বেশি চিনি দিয়ে চা। স্বাস্থ্য সচেতন, ডায়েট মেনে চলা বাঙালি আবার চুমুক দেন হার্বাল টি অর্থাৎ ভেষজ চায়ের পেয়ালায়।

তবে শীতের বিকাল সন্ধ্যার আড্ডা জমাতে সিদ্ধহস্ত পানীয় চা। কিন্তু এমন অনেকেই আছেন যারা দিনে কয়বার চায়ের কাপে চুমুক দিচ্ছে সে হিসাব রাখেন না।

বিশেষজ্ঞরা বলছেন, দিনে বেশিবার নিয়ম না মেনে চা খেলে উপকারের থেকে অপকারও হতে পারে। কিন্তু এই অপকারের উপাদানগুলোকেও হটিয়ে চা-কে সম্পূর্ণ স্বাস্থ্যকর পানীয়তে পরিণত করা যায় সামান্য কয়েকটা জিনিস যোগ করেই।

চায়ের এক কাপে লুকিয়ে অনেক গুণ

সকালে উঠে ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিলেই তরতাজা হয়ে ওঠে শরীর। সঙ্গে সঙ্গে খুশ মেজাজও। চায়ের পলিফেনল, ক্যাটেচিন, থেফ্লাভিনের মতো যৌগ আদতে স্বাস্থ্যের উপকারই করে। কিন্তু সব থেকে বেশি উপকার হার্বাল টি বা দুধ-চিনি ছাড়া চায়ে।

আর্য়ুবেদ বিশেষজ্ঞরা বলছেন, চা পানে আসক্তি থাকলে এই পানীয়কেই বানিয়ে নিন স্বাস্থ্যকর। যা শরীরকে এনার্জি দেওয়ার সঙ্গে সঙ্গে শক্তিও বৃদ্ধি করবে। চায়ে বিভিন্ন ভেষজ উপাদান মিশিয়ে নিলেই তা আর স্বাস্থ্যের ক্ষতি করবে না।

যদি বেশি কিছু মেশাতে ইচ্ছা না করে তবে মিশিয়ে নিন একটা লবঙ্গ। তাহলেই বেড়ে যাবে চায়ের গুণ।

লবঙ্গের রয়েছে দারুণ গুণ

এই শীতে আবহাওয়া পরিবর্তনে ঠান্ডা লাগার প্রবণতা সব থেকে বেশি। ঠান্ডা লাগা থেকে বাঁচতে শরীরের রোগপ্রতিরোধ শক্তিকে জোরদার করে তোলে লবঙ্গ। ফলে চায়ের কয়েক চুমুকেই শরীরে আসে জোর। রোগভোগ থাকে দূরে।

আর্য়ুবেদ বিশেষজ্ঞদের মতে, লবঙ্গের মধ্যে রয়েছে অ্যান্টি ভাইরাস, অ্যান্টি মাইক্রোবায়াল এবং অ্যান্টি সেপটিক উপাদান। যা শরীরকে যেকোনও সংক্রমণ থেকে রক্ষা করে।

সর্দি কাশিতেও দারুণ উপকারী

সর্দি কাশি সারিয়ে তুলতেও দারুণ উপকারী লবঙ্গ চা। এই মশলার গুণ বুকে জমে থাকা কফকেও তুলতে সাহায্য করে। অ্যান্টি অক্সিডেন্ট শরীরে যোগায় প্রচুর এনার্জি। এছাড়া এই চা হজমশক্তিকেও উন্নত করে। মেটায় গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের সমস্যাও।

স্কিনকেও করে দারুণ উজ্জ্বল

আয়ুর্বেদ চিকিৎসকরা বলছেন, ত্বকের জন্যেও দারুণ উপকারী লবঙ্গ চা। এতে রয়েছে প্রচুর ফ্রি র‌্যাডিক্যালস, যা রক্ত থেকে টক্সিক পদার্থ দূর করে শরীরের সঙ্গে সঙ্গে স্কিনকেও চাঙ্গা করে তোলে। রক্ত সঞ্চালন উন্নত হওয়ায় স্কিনেও আসে উজ্জ্বলতা।

তাহলে অপেক্ষা কিসের, আজ থেকেই চায়ের কাপে মিশিয়ে নিন একটি করে লবঙ্গ। তাহলেই রেডি স্বাস্থ্যকর চা। এই চা খেলেই বদলে যাবে আপনার স্বাস্থ্যের হালহকিকত। কাটিয়ে যেতে পারবেন ছোট-বড় নানা রোগের ফাঁদ।

(ঢাকাটাইমস/০১জানুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আমীর খসরু
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ
মাধবপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু 
আন্দোলনকে যারা বিতর্কিত করতে চায়, তারা ফ্যাসিবাদকে উসকে দিচ্ছে: টুকু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা